জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছে। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তাই সকল শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে আমাদের।
তিনি গতকাল শুক্রবার সকালে খুলনা পাইওনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াদুদুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব এবং পাইওনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বেগম হালিমা ইসলাম। স্বাগত জানান বিদ্যানিকেতনের অধ্যক্ষ সারা চৌধুরী। এসময় বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পরে মেয়র বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।