জোকারের প্রশংসায়
আইকনিক চরিত্রে অভিনয় করা সহজ নয়। বিশেষত যেখানে পূর্বসূরিদের লেগাসির চাপ নিতে হয়। ডিসি কমিক্সের জোকার এমনই এক চরিত্র। হিথ লেজার, জেরার্ড লেটোর পরে ওয়াকিন ফিনেক্স জোকারের চরিত্রে। টড ফিলিপ্সের ‘জোকার’ ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক মহলে পুরস্কৃত এবং প্রশংসিত। ভেনিস গোল্ডেন লায়ন পুরস্কার পেয়েছে ছবিটি। ওয়াকিনের প্রশংসায় পঞ্চমুখ সকলে। কিন্তু ‘জোকার’ নিয়ে এত আলোচনা সত্ত্বেও ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’র কেউই ওয়াকিনকে নিয়ে এত দিন কোনও উচ্চবাচ্য করেননি। সম্প্রতি ক্রিশ্চিয়ান বেল মুখ খুলেছেন ওয়াকিনকে নিয়ে।
‘দ্য ডার্ক নাইট’-এর ব্যাটম্যানের কথায়, ‘‘এই মুহূর্তে সেরা অভিনেতাদের মধ্যে ওয়াকিন একজন। আমি হিথের সঙ্গেও কাজ করেছি। জোকারের চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং, তা বলার অপেক্ষা রাখে না। নতুন জোকারকে দেখার জন্য মুখিয়ে রয়েছি।’’ ট্রিলজির পরিচালক ক্রিস্টোফার নোলান কী বলছেন, সেটা শোনার জন্য ভক্তকুল আগ্রহী। কারণ নোলানের মতে, হিথ লেজারের উচ্চতায় আর কেউ জোকারকে নিয়ে যেতে পারবেন না।