December 22, 2024
আঞ্চলিক

জেলে ও যাত্রীদের সুরক্ষা ও ডিজিটাল সেবা প্রদানে গ্রামীণফোনের উদ্যোগ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গোপসাগরে তীরবর্তী অঞ্চলে অবস্থান করা জেলে এবং যাত্রীদের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে সমুদ্রে নেটওয়ার্ক অবকাঠামো শক্তিশালী করার কাজ সম্পন্ন করেছে গ্রামীণফোন। স¤প্রতি বরগুনা জেলার উপক‚লবর্তী পাথর ঘাটায় নেটওয়ার্ক আরও শক্তিশালী করার কার্যক্রম এবং সংশ্লষ্টি ডিজিটাল সার্ভিস উদ্বোধন করেন গ্রামীণফোন এর ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান।

মাছ ধরার কাজে নিয়োজিত এসব জেলেরা সমুদ্রে দীর্ঘ সময় অবস্থানকালে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতো। গ্রামীণফোন নেটওয়ার্ক শক্তিশালী করায় সমুদ্র পথে মাছ ধরার কাজে নিয়োজিত লক্ষাধিক জেলেরা এখন সার্বক্ষনিক পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে। যেকোন প্রাকৃতিক দুর্যোগের বিষয়েও তারা আগাম জানতে পারবে মোবাইলের মাধ্যমে। গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক কার্যক্রমের মাধ্যমে সমুদ্রগামী জেলেদের ডিজিটাল সেবা প্রাপ্তি, ইনসুরেন্স ব্যবস্থা, স্বাস্থ্য সেবা ও মাছ ধরার নৈাযানগুলোকে ট্রাকিং করা যাবে।

গ্রামীণফোনের নেটওয়ার্ক শক্তিশালীকরণ ২ দুই ধাপ সম্পন্ন করা হয়। দ্বিতীয় ধাপে ৭টি পয়েন্ট থেকে এই নেটওয়ার্ক শক্তিশালীকার্যক্রম সম্পন্ন করা হয়। কক্সবাজার, কুয়াকাটা, ভোলার চর, কুকরিমুকরি ও পটুয়াখালীর চর মন্তাজ কেন্দ্র করে স্থাপিত গ্রামীণফোনের এ নেটওয়ার্ক এর সুবিধা পাওয়া যাবে। অত্র অঞ্চলে আনুমানিক ৫৭৫,০০০ জন জেলে তাদের জীবিকা নির্বাহ করে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *