জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা হান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২)’র পক্ষ থেকে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর ইউনাইটেড ক্লাবে এর আয়োজন করা হয়। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. নাছির খান।
উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জামিরুল হুদা জহর, সংগঠনের কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম সরদার, সহ-সম্পাদক মো. মানিক শিকদার ও মো. শুকুর আলীসহ নেতৃবৃন্দ। এ সময় ২ শতাধিক লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়।