জেলা স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বর্তমান কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ম্যুরালে ‘চিরঞ্জীব মুজিব’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা স্বাচিপ সাধারণ সম্পাদক ও স্বাচিপ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ এর সঞ্চানালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও কেক কাটা, মিষ্টি মুখের আয়োজন করা হয় খুলনা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে।
উক্ত আলোচনা সভার সভাপত্বি করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম। সভায় বক্তারা বলেন ২০১৭ সালে বর্তমান কমিটি গঠিত হবার পূর্বে খুলনায় চিকিৎসকদের পোষ্টিং, নার্সদের ওর্য়াড পরিবর্তন, হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য সহ নানাবিধ দূর্নীতি বিদ্যমান ছিলো। বর্তমান কমিটি গঠিত হবার পর সকল অনিয়ম রুখে দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ ও ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, ডা. বিষ্ণু পদ সাহা, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, ডা. এস. এম. তুষার আলম, ডা. মো: জিল্লুর রহমান তরুন, ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভি, ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, ডা. অনল রায়, ডা. কাজী করিম নেওয়াজ, সম্পাদক ডা. সুদীপ পাল।
জেলা কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যবৃন্দ হলেন ডা. আনোয়ারুল আজাদ, প্রফেসর ডা. কাজী হামিদ আসগার, প্রফেসর ডা. মোহাম্মদ মহসীন, প্রফেসর ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. এস. এম. দিদারুল আলম শাহীন, ডা. উৎপল কুমার চন্দ, ডা. গোলাম সারোয়ার ফারুক, ডা. তোজাম্মেল হোসেন জোয়ার্দ্দার, ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ, ডা. শেখ শহীদুর রহমান, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. শ. ম. জুলকার নাইম, ডা. মোসা. ডালিয়া আখতার, ডা. এস. এম. খালিদুজ্জামান, ডা. হিমেল সাহা, ডা. ডলি হালদার, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পলাশ কুমার দে, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. পার্থ প্রতীম দেবনাথ, ডা. মোহাম্মদ হাসান, ডা. উপানন্দ্য রায়, ডা. অনিক দেউড়ি, ডা. শাহীন আকতার শেখ, ডা. ফিরোজ হাসান, ডা. শাহেদ মাহমুদ খাঁন, ডা. মো: নাজিমুল ইসলাম লিটন, ডা. খালেদ মাহমুদ, ডা. মো: রকিবুল ইসলাম, ডা. ফিরোজ আহমেদ, ডা. মো: মেহেদী হাসান, ডা. শিমুল চক্রবর্তী ও ডা. মো: সাইফুল্লাহ মানসুর। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম. এ. আহাদ অধ্যক্ষ, ডা. প্রশান্ত কুমার বিশ^াসসহ চিকিৎসকবৃন্দ।