জেলা সুনাম কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির ত্রৈ-মাসিক সভা গতকাল শনিবার বিকাল ৪টায় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরীতে সহ সভাপতি প্রফেসর পঞ্চানন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমিটির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সুনীল দাস এবং নতুন সহ-সভাপতি মাহফুজুর রহমান মুকুল।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রনির সঞ্চালনায় বক্তব্য করেন কোষাধক্ষ্য মোঃ তরিকুল ইসলাম বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংটন মন্ডল, মানাবধিকার কর্মী এ্যাড. পপি ব্যানার্জী, সদস্য যথাক্রমে এস এম সোহেল ইসহাক, মিঠুন দাস, তপন দাস, বেনজীর আহমেদ মুকুল, আলামিন হোসাইন, উন্নয়ন কর্মী নুরুউদ্দিন মোঃ ইদ্রিস এবং শারী কর্মকর্তা বিষ্ণুপদ দাস ও শান্তনু কুমার দাশ, হিউম্যানিটি ওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম।