জেলা সিপিবি’র সাঃ সম্পাদকের মায়ের মৃত্যতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিনের মা মোসাঃ শরবানু (৮০) গতকাল সকাল ৬:৩০ টায় দাকোপের সুতারখালী কালাবগী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিববারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑদলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, দাকোপ উপজেলা সভাপতি অধ্যাপক অসীত সরকার, সাধারণ সম্পাদক কিশোর রায়।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑজেলা যুব ইউনিয়নের সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাঃ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সাং সম্পাদক জামসিদ হাসান জিকু প্রমুখ। অপরদিকে মৃত্যু সংবাদ পেয়ে দলের দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কিশোর রায়, জেলা যুব ইউনিয়নের সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, স্থানীয় সিপিবি নেতা সমীরন রায়, মৃণাল রায়, আলী আজম প্রমুখ নেতৃবৃন্দ তার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¦না দেন।