জেলা সার্চ মানবাধিকার সোসাইটির প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা জেলা শাখা এক প্রস্তুতি সভা গতকাল বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয় ছোট মির্জাপুর রোড সংলগ্ন অফিসে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ইলিয়াজ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আলমগীর হোসেন, শাহানা রহমান, কবিতা আহম্মেদ, এফএম হোসেন, সেলিনা আক্তার সেতু, শারমিন বেগম, আমিরুন্নেসা, পারভিন আক্তার, রুমা প্রমুখ। সভায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার উপলক্ষে সকাল ১০টায় র্যালী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠান আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়।