জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ও সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাথে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এক মতবিনিময় সভা গতকাল রবিবার খুলনা জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান আল আমিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীর, জেলা ইউনিটের নির্বাহী সদস্য জয়ন্তী রানী সরদার ও ইউনিট লেভেল কর্মকর্তা মঈনুল হাসান পলাশ। সভায় যুব রেড ক্রিসেন্ট-এর স্বেচ্ছাসেবকরা তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হারুনুর রশীদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে যুব রেড ক্রিসেন্টকে আরও গতিশীল হতে হবে। যুব রেড ক্রিসেন্ট-এর স্বেচ্ছাসেবকরা তাদের কর্যক্রমে গতিশীলতা আনতে পারলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আরও শক্তিশালী হবে। সভায় আল আমিন শেখকে প্রধান করে আগামী এক বছরের জন্য খুলনা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।