জেলা যুব ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির একাদশ সম্মেলনের কাউন্সিল গতকাল সম্পন্ন হয়েছে। কাউন্সিলের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির বিদায়ী সভাপতি এড. মোঃ বাবুল হাওলাদার এবং বিদায়ী সহ-সভাপতি শেখ মোঃ আব্দুল হালিম। সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ।
কাউন্সিলে এড. নিত্যানন্দ ঢালীকে সভাপতি, জয়ন্ত মুখার্জীকে সাধারণ সম্পাদক এবং জামসিদ হাসান জিকুকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেনÑসহ-সভাপতি গাজী আফজাল হোসেন, মিহির সরকার, ধীমান বিশ্বাস, এড. খান আজরফ হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক তুষার বর্মণ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জামাল হোসেন, কোষাধ্যক্ষ এড. আরিফা খাতুন, দপ্তর সম্পাদক বাদল রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর সরকার, তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক উজ্জ্বল পাল, বিজ্ঞান প্রযুক্তি ও প্রকল্প সম্পাদক অমল মÐল, আইন সম্পাদক এড. আরিফিন কবির, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক সুখলাল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক বাবুল শরীফ বাবু, ক্রীড়া সম্পাদক শ্যামল কুমার দাস, নির্বাহী সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, শেখ মোঃ আব্দুল হালিম, অধ্যাপক বিজয় মৈত্র, আফজাল হোসেন রাজু, সুজাতুজ্জামান মুন, শংকর মÐল, বিশ্বজিৎ বাছাড়, বনমালী বৈদ্য, শুকুর আলী, গৌতম রপ্তান, আজিজুল ইসলাম, নিশিকান্ত ফৌজদার, উজ্জ্বল বিশ্বাস, ইয়াসিন মিয়া। উল্লেখ্য, নির্বাচিত কমিটি আগামী ২ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।