জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ’র শোক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে নগরীর নবপলী কমিউনিটি সেন্টারে প্রয়াত যাত্রা শিল্পীদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স. ম. গোলাম মোস্তফা।
সভার শুরুতে আত্মদানকারী ভাষা সৈনিক ও প্রয়াত যাত্রা শিল্পীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। প্রায়ত যাত্রা শিল্পী মলয় ব্যানাজী, মনা দশ, চম্পাকলি, নেপাল দাশ, যন্ত্র সংগীত শিল্পী আঃ আজিজ ও দুলাল ঠাকুর স্মরণে শোকাবহ পরিবেশে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত শিল্পী কলাকুশলীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। সভায় যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার উর্ধ্বত্তন সহ-সভাপতি এ্যাড. মেহেদী ইনছার, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, জলিল হোসেন বাবু, কাজী সোবহান, সাধারণ সম্পাদক পবিত্র সাহা, সাংগঠনিক সম্পাদক এম, এ, লতিফ, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার ব্যানাজী, জয়ন্ত কুমার কবিরাজ, আয়নাল হোসেন, বেলাল হোসেন, আঃ কুদ্দুস, রতন কুমার সাহা প্রমুখ বক্তৃতা করেন। শোক সভায় যাত্রা শিল্পী, কুলাকুশলী এবং নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় যাত্রা শিল্পী কলাকুশলীদের জীবন জীবিকার স্বার্থে দেশে যাত্রানুশলিনের অনুমতি দানে দাবি জানানো হয়।