জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনা ‘খ’ সার্কেলের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী মোঃ পাপ্পু মোলা (২৭) কে গতকাল মঙ্গলবার সকালে তেরখাদা থানাধীন সাচিয়াদহ বাজার থেকে আটক করা হয়।
সূত্র জানায়, সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় তেরখাদা থানাধীন সাচিয়াদহ বাজার থেকে মোঃ পাপ্পু মোলাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তেরখাদা থানার মামলা নং-১১।
পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা জানান, এর আগেও সে ১ কেজি গাঁজাসহ সংশ্লিষ্ট এলাকা থেকে ধরা খেয়েছিল। পরবর্তীতে জামিন পেয়ে সে আবার মাদক ব্যবসা শুরু করে। কিন্তু সে আবার ধরা খেল। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনার উপ-পরিদর্শক কে এম এ হানিফ, উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন, সহকারী উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ, সিপাহি মোঃ নুরুজ্জামান চৌধুরী এবং সিপাহি মোঃ রুবেল হোসেন।