জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২, জেল
দ: প্রতিবেদক
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযানে ৫২ বোতল ফেনসিডিল ও ২০ গ্রাম গাজাসহ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে গাঁজা বিক্রেতা আল-আমিন মিয়া (২৫) ও ফেনসিডিল ব্যবসায়ী ফাতেমা বেগম (৫২)। এদের মধ্যে আল আমিন মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সাজা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য অধিদপ্তরের ‘খ’ সার্কেল ও গোয়েন্দা বিভাগ রূপসা ও খুলনা থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সংস্থার উপ-পরিচালক মো: রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘খ’ ও গোয়েন্দা বিভাগ পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ‘খ’ সার্কেলের পরিদর্শক সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা জয়পুর গ্রামে অভিযান চালান। এ সময় ওই এলাকার বাসিন্দা আজাদ মিয়ার পুত্র আল আমিন মিয়াকে ২০ গ্রাম গাজাসহ আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে সন্ধ্যায় রূপসা বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিল ব্যবসায়ী ফাতেমা বেগমকে ৫২ বোতলসহ আটক করেন।
গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার জানান, আটক মাদক ব্যবসায়ী ফাতেমা বেগম এক চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পিরোজপুর জেলা মাটিমপুর গ্রামে মুনসীর গাজীর কন্যা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।