জেলা মহিলা আ’লীগের বিশেষ দোয়া ও বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও বর্ধিত সভা গতকাল বিকাল চারটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও তার সহধর্মিনী মেহের নিগার স্বপ্না হজ্বে যাওয়ায় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আ’লীগের সভাপতি জাহানারা শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএম সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (চলতি) সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এ্যাড: নিমাই চন্দ্র রায় ও মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম।
জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ারা বেগম, শোভা রানী হালদার, জয়ন্তী রানী সরদার, জেলা সৈনিকলীগের সভাপতি এসএম ফরিদ রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, জেলা মহিলা আ’লীগের নেত্রী রেহেনা আফরোজ শোভা, জয়নাব পারভীন, রিয়া খাতুন, তাহেরা নয়ন, মহোসেন আরা, ভগোবতী গোলদার, সাবিনা ইয়াসমিন, খাদিজা আক্তার, শিউলী মিস্ত্রী, মিরা খাতুন, আকলিমা বেগম, পাখী বেগম প্রমুখ।