জেলা ফুটবল দলকে ডিএফএ’র ট্র্যাকসুট প্রদান
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের দ্বিতীয়পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে খুলনা জেলা ফুটবল দল। দলের খেলোয়াড়দের জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ট্র্যাকসুট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুশীলন শেষে খেলোয়াড়দের মাঝে ট্র্যাকসুট প্রদান করেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি, জেলা জজ আদালতের পিপি শেখ এনামুল হক, মহানগর দায়রা জজ আদালতের পিপি কে এম ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু, শেখ জাহিদ হোসেন, মো. মহসীন, বাবুল হোসেন বাবলা, কামাল হোসেন, প্রমুখ।