January 24, 2025
আঞ্চলিক

জেলা ফুটবল এসোসিয়েশনকে চেম্বারের চেক প্রদান

খবর বিজ্ঞপ্তি

গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় খুলনা চেম্বারের সভাকক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগীতায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ এ খুলনা জেলা দলের খেলোয়াড়, কর্মকর্তা ও স্পন্সারবৃন্দ’কে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নাম এবং লোগো সম্বলিত ট্্রাকস্যুট তৈরীর জন্য খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন কে খুলনা চেম্বারের পক্ষ থেকে চেক প্রদান করা হয়।

উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান এবং এ্যাডঃ কে এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খুলনা জেলা আইনজীবী সমিতি, বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান চৌধুরী ও মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *