জেলা প্রশাসকের কার্যালয়ে ক্যাপসুল লিফট স্থাপন কাজের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকাল ৩টায় খুলনা জেলা পরিষদের অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্যাপসুল লিফট স্থাপন কাজের উদ্বোধন করা হয়। নির্মাই কাজের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিপিএ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব, বিষ্ণুপদ পাল, উপ পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান সহ জেলা প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ