January 9, 2025
আঞ্চলিক

জেলা পরিষদের মশক (এডিস) নিধন কার্যক্রম উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশে মশক (এডিস) নিধন এবং এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠানসহ জনসাধারণের স্থাপনা এডিস মশা মুক্ত রাখার উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে ডেঙ্গু বাহিত এডিস মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে জেলা পরিষদের আঙ্গিনায় মশা নিধক ঔষধ ছিটিয়ে মেশিনের ব্যবহার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আবু জাফর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, তত্ত¡াবধায়ক, করোনেশন কারিগরী বিদ্যালয়, আব্দুর রহিম, হিসাব রক্ষক সোমা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার মহিলালীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, খুলনা জেলার জেলা পরিষদের স্থাপনা এবং জনসাধারণের স্থাপনাসমূহে এডিস মশার বংশ বিস্তার রোধে সাধ্যমত এডিস মশা নিধক ঔষধ ছিটানোর ব্যবস্থা নিবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *