November 29, 2024
আঞ্চলিক

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার : আটক তিন

 

খানজাহানআলী থানা প্রতিনিধি

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান (এম.পি) ও খানজাহানআলী থানা যুবলীগের আহবায়ক, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জনাব সাজ্জাদুর রহমান লিংকন এর নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অপপ্রচার করায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সাজ্জাদুর রহমান লিংকনের ভাই সাইফুল ইসলাম বাবু বাদী হয়ে খানজাহানআলী থানায় মামলা দায়ের করে। মামলা নং- ২ তারিখ ০৮/০৭/১৯ইং।

মামলার এজাহারে জানা যায়, ফুলবাড়ীগেট মৃত আয়ুব হোসেন এর পুত্র হাফিজ শেখ (৩৮) এর কাছে গত ০৪/০৭/১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে গিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান (এম.পি) ও জনাব সাজ্জাদুর রহমান লিংকনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর কারণ জিজ্ঞাসা করলে তার সাথে থাকা সদ্য সমাপ্ত দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বেগ খালিদ হাসান বাবু ও খানজাহানআলী থানা আঃলীগের সাধারণ সম্পাদক যোগীপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের ছোট ভাই শেখ কামাল হোসেনসহ অজ্ঞাত তিন চারজন মামলার বাদী সাইফুল ইসলাম বাবুর উপর উত্তেজিত হয়ে অতর্কিত হামলা চালায় এসময় তার কাছে থাকা নগদ ৩,০০০/- টাকা এক নম্বর বিবাদী নিয়ে যায় ও আরও হুমকি দেয় যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ৫,০০,০০০/- টাকা না দিলে সাধারণ জনগণের মধ্যে উক্ত বিষয়টি প্রচার করবে। এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহার ভুক্ত তিন জন বিবাদীকে আটক করেছে খানজাহানআলী থানা পুলিশ। এদিকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (এম.পি) ও জনাব সাজ্জাদুর রহমান লিংকনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে গতকাল বুধবার বিকাল ৫ঘটিকায় দুই নম্বর ওয়ার্ড আঃলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ফুলবাড়ীগেট খানজাহানআলী থানা আঃলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড আঃলীগের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খানজাহানআলী থানা আঃলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, এস.এম ফজলুল হক, নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হোসেন জাকির এর পরিচালনায় বক্তব্য রাখেন শেখ জাকির হোসেন, ইউসুফ আলী খলিফা, খানজাহানআলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম, আবু হেনা বাবলু, রুমা খন্দকার মুন্নী, আম্বিকা রাণী, থানা শ্রমীক লীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, শেখ তরিকুল ইসলাম, আল-আমীন, ইমরান শেখ, রুবেল, মাওলা, জাহিদ আলম বাবু, শেখ নাসির আহমেদ, রেজাউল ইসলাম, বাপ্পী জসিম প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *