December 22, 2024
আঞ্চলিক

জেলা পরিষদের তিন কর্মচারীর দুর্নীতি প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের ১৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আছাদুজ্জামান।

সভার শুরুতে খুলনা জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সম্মানীত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-২ অভিজিৎ চন্দ এর অকাল মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয় ও একটি শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

অতপর: সভায় এজেন্ডা মোতাবেক খুলনা জেলা পরিষদের মালিকানাধীন রেষ্ট হাউজের জমিতে অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল নির্মান প্রকল্পের জন্য প্রাপ্ত দরপত্র অনুমোদন, ২০১৯-২০২০ অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তন কারণে প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় বুলবুল-এ খুলনা জেলায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র গৃহহীনদের পুনবার্সনে আশ্রয়স্থল হিসাবে গৃহ নির্মান ও সুপেয় পানি সংরক্ষন প্রকল্পের সুফল ভোগীদের তালিকা অনুমোদন, খুলনা জেলা পরিষদের সাবেক ৩য় শ্রেণীর কর্মচারী মোঃ মিজানুর রহমান (প্রধান সহকারী) এর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ায় এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী মোঃ শহিদুল্ল¬াহ (গাড়ী চালক) এবং মোঃ সেলিম হোসাইন শেখ (বেয়ারার) এর বিরুদ্ধে ফৌজদারী অপরাধ সংগঠিত করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ শাস্তি প্রদান, জেলা পরিষদের রাস্তার পাশের্^র/পুকুর পাড়ের জমি ইজারা প্রদান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুক‚লে আর্থিক অনুদান প্রদান, বিভাগীয় ভাবে সম্পাদিত কাজের ব্যয়ত্তোর অনুমোদন, খুলনা জেলা পরিষদের মালিকানাধীন খেয়াঘাট সমূহের জন্য সংশোধিত টোল হার অনুমোদন, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত যাচাই/বাছাইকৃত বৃত্তির আবেদনপত্র অনুমোদন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় খুলনা জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাসসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সভাপতি খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ সকল সম্মানিত সদস্য এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *