জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তাঁতী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা তাঁতী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। শুক্রবার শিরোমনি মিলনায়তনে দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী।
এসময় আরও বক্তৃতা করেন মোঃ জামিল খান, শিউলি সরোয়ার, শেখ জাকির হোসেন, যুবলীগ নেতা মোঃ ইমরান হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল খান, আকাশ, সম্রাট, রিপ্ত, আবু অমর শরীফ মুক্ত, শেখ ওহিদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, কাজী মনিরুল কবীর, মোহাম্মদ আকবর আলী খান জিকো, মোঃ বিপ্লব হোসেন, ইমন হোসেন, শেখ নাজমুল হক অয়ন, ইউপি সদস্য শেখ মাহমুদ হাসান, মোহাম্মদ হুমায়ুন কবীরসহ তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ