জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পল্টুর পিতার শয্যাপাশে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু’র পিতা মোঃ আমির হোসেনকে দেখতে গতকাল রবিবার দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় কাটান ও কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন।
এ সময় সাংসদ বাবু’র সাথে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম, রাজ্জাক হোসেন বান্টি, অঞ্জন মন্ডল, দিজেন্দ্রনাথ মন্ডল, কনক সরকার, জেলা ছাত্রলীগ নেতা মোঃ তসলিম হুসাইন তাজ ও মোঃ আবু সাঈদ খান প্রমুখ। এর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন পাইকগাছার দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল ও পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মুমুর্ষূ অবস্থায় চিকিৎসাধীন এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাসির সাব্বিরকে দেখতে হাসপাতালে যান আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু এমপি।