জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মুক্তির দাবি
কয়রা প্রতিনিধি
খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও পূর্ব রূপসা ছাত্রদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছেন তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কয়রা থানা ছাত্রদলের প্রথম যুগ্ম আহবায়ক আহাদুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, হাফিজুর রহমান, আছাদুল ইসলাম, মইনুদ্দীন সুমন, ইউনুছ আলী, জোবায়ের হোসেন, মিজানুর রহমান লিটন, আরাফাত হোসেন আরিফ বিল্যাহ, সবুজ, আশফাকুজ্জামন, জুয়েল, আলমগীর হোসেন প্রমুখ।