জেলা ও মহানগর সম্মেলন সফল করতে ওয়ার্কার্স পার্টি’র কর্মী সভা
খবর বিজ্ঞপ্তি
‘সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোল’ শীর্ষক ¯েøাগানে আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় খুলনা শহীদ হাদিস পার্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর সম্মেলন সফল করতে গতকাল শুক্রবার বিকেল ৫টায় পার্টির জেলা কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি কমরেড দীপঙ্কর সাহা দিপু।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেনÑপার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, পার্টি শহর শাখার সম্পাদক কমরেড নারায়ণ সাহা, কমরেড মনির হোসেন, যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ কৃষ্ণ কান্তি ঘোষ, ছাত্র মৈত্রীর জেলা শাখার সাধারণ সম্পাদক কমলেশ মল্লিক, মহানগর ছাত্র মৈত্রীর আহŸায়ক জগদীশ চন্দ্র মল্লিক, বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মÐল, ছাত্রনেতা মির মানিক, শাওন সেন প্রমুখ। সভায় ওয়ার্কার্স পার্টির জেলা ও মহানগর সম্মেলন সফল করতে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।