জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৮ ডিসেম্বর শনিবার যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির এক জরুরী সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। সভায় জনসভা সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয় এবং জনসভায় পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ছয়শতাধিক লোকের যোগদানের প্রস্তুতি গ্রহণ করা হয়। এ জন্য জেলা ও মহানগরের সকল ইউনিটের সভাপতি ও সম্পাদককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
সভায় বক্তৃতা করেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড মনির হোসেন প্রমুখ।