জেলা ও মহানগর আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সহ সভাপতি ও রূপসা আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান মনি’র পিতা শেখ শাহাবুদ্দিন এর মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতি দানকারী নেতৃবৃন্দ হচ্ছেন, কেন্দ্রীয় নেত্রী সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
অন্যদিকে নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন এর আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করেছেন।