জেলা ও নগর আ’লীগের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হক এমপি’র স্ত্রীর এর মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদানকারী নেতৃবৃন্দ হচ্ছেন, কেন্দ্রীয় নেত্রী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। নেতৃবৃন্দ অপর এক বিবৃতি খুলনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব শেখ মোশারেফ হোসেনর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করেছেন।