December 22, 2024
আঞ্চলিক

জেলা ও নগর আ’লীগের বিবৃতি লবণ গুজবে কান দিবেন না

খবর বিজ্ঞপ্তি

জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, দেশে পর্যাপ্ত লবন মজুদ রয়েছে, কোন সংকট নেই। কিন্তু একটি অসাধু চক্র লবন নিয়ে দেশ ব্যাপী লবনের দাম বৃদ্ধি সংক্রান্ত গুজোব রটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপতৎপরাতায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরী। যদি কোন অসাধু ব্যবসায়ী গুজোব ছড়িয়ে অতিরিক্ত দামে লবন বিক্রি করে এবং গুজোব রটানোকারীদের ধরিয়ে দিতে নিকটবর্তী থানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ০১৭৭৭৭৫৩৬৬৮ অথবা ৯৯৯ এ কল করে প্রশাসনের সহায়তা চাওয়ার জন্য খুলনাবাসীকে অনুরোধ জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বিবৃতি দানকারী নেতৃবৃন্দ হচ্ছেন, কেন্দ্রীয় নেত্রী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *