জেলা ইশা ছাত্র আন্দোলনের বার্ষিক পরিকল্পনা বৈঠক
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার দুপুর ২টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার ২০২০ সেশনের বার্ষিক পরিকল্পনা বৈঠক জেলা কার্যালয়ে শাখা সভাপতি মুহা নাজমুস সাকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ইনামুল হাসান সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক পরিকল্পনা বৈঠকে জানুয়ারী ২০ থেকে ডিসেম্বর ২০ পর্যন্ত জেলা শাখা ও জেলা আওতাধীন উপজেলা শাখার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় এবং পূর্ণ এক বছরের জন্য জেলা ও উপজেলা সমূহের করনীয় বিষয় নির্ধারন করা হয়।
উক্ত বার্ষিক পরিকল্পনা বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কে এম মাহমুদুল হাসান, মোঃ ফরহাদ মোল্লা, আবু রায়হান, আবদুল আলিম, নাঈমুল ইসলাম, রফিকুল ইসলাম, গাজী মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রাসেল গাজী, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলিমুল ইসলাম, মোঃ হুসাইন ফকির, মোঃ আব্দুল হাকিমস প্রমুখ।