December 21, 2024
আঞ্চলিক

জেলা আ’লীগের বর্ধিত সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বর্ধিত সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী এর পরিচালনায় পহেলা মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা মার্চ সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিকাল ৩টায় রূপসা ট্রাফিক মোড়ে সমবেত হয়ে মহানগর আওয়ামী লীগের সাথে যৌথভাবে বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। এছাড়া ঐতিহাসিক ৭ই মার্চে সকাল ৭.৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যলয় সহ সকল ইউনিয়ন, উপজেলা অফিসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জেলা প্রশাসনের বিকাল ৩টায় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করা, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথভাবে আলোচনা সভার সিদ্ধান্ত হয়।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ১৬ই মার্চে দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ১৭ই মার্চ প্রারম্ভে কেক কাটা সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০ টায় মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত বাদ জোহর প্রত্যেক মসজিদে, মাদ্রাসায় বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে যৌথভাবে আলোচনা সভার সিদ্ধান্ত হয়। এছাড়া মুজিব বর্ষব্যাপী দলকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ মোল্যা জালাল উদ্দিন, কাজী বাদশা মিয়া, এম. এ মুজিবুর রহমান, গাজী মোহাম্মদ আলী, বি.এম. সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ নুরুজ্জামান, নবকুমার চক্রবর্তী, আসলাম খান, এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. ফরিদ আহমেদ, আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, ডাঃ তড়িৎ কান্তি ঘোষ, হালিমা ইসলাম, কাজী শামিমা হাসান, অধ্যাপক মিজানুর রহমান, মোখলেসুর রহমান বাবলু, এ্যাড. শাহ আলম, আশরাফুল আলম খান, আলহাজ্ব শেখ আবুল হোসেন, শেখ আকরাম হোসেন, কামাল উদ্দিন বাদশা, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, নুরে আলম জোয়াদ্দার, আব্দুল মজিদ ফকির, এ্যাড. তারিখ হাসান মিন্টু, মুনসুর আলী খান, রশিদুজ্জামান মোড়ল, মোল্লা এমদাদুল হক, শফিকুর রিয়াজ জানু, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, জয়ন্তী রানী সরদার, দিলীপ হালদার, কে.এম আলমগীর হোসেন, বি.এম. জাফর, হোসনেয়ারা চম্পা, মানিকুজ্জামান অশোক, হাজী সাইফুল ইসলাম, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. জেসমিন পারভীন জলি, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ৭ই মার্চ ও ১৭ই মার্চ পৃথক পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলা পর্যায়ে সহযোগী সংগঠনসমূহ পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *