December 22, 2024
লেটেস্ট

জেলা আ’লীগের জরুরী সভা উপজেলা নির্বাচনে কেন্দ্র মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়। বিশ্ববাসীর কাছে জননেত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেল। তাই, দেশের জনগন চতুর্থ বারের মত ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। স্থানীয় সরকার পর্যায়ে অর্থাৎ তৃণমূলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আবারও আসন্ন উপজেলা নির্বাচনে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় কেন্দ্র মনোনীত দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, জাতীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ মোঃ নুরুল হক, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, এ্যাড. কাজী বাদশা মিয়া, মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি, এ্যাড. সোহরাব আলী সানা, গাজী মোহাম্মাদ আলী, এফ.এম. মাকসুদুর রহমান, বি.এম.এ সালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ নুরুজ্জামান, এ্যাড. নব কুমার চক্রবর্তী, অধ্যক্ষ এ.বি.এম. শফিকুল ইসলাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. ফরিদ আহমেদ, রফিকুর রহমান রিপন, ডাঃ তড়িৎ কান্তি ঘোষ, হালিমা ইসলাম, এ্যাড. কেরামত আলী, মোকলেসুর রহমান বাবলু, এ্যাড. শাহ আলম, শেখ শহিদুল ইসলাম, ইঞ্জি: মাহবুবুর রহমান, আলহাজ্ব শেখ আবুল হোসেন, কামাল উদ্দিন বাদশা, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, মালিক সরোয়ার উদ্দিন, নূরে আলম জোয়াদ্দার, জি.এম. মহাসিন রেজা, মুনসুর আলী খান, রশিদুজ্জামান মোড়ল, মোস্তফা রফিকুল ইসলাম সানা, বিনয় কৃষ্ণ রায়, মোল­া এমদাদুল হক, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, জয়ন্ত রানী সরদার, সোভা রানী হালদার প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম মেম্বার, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল এর মৃত্যুতে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী তালিকা প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *