জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ৯ উপজেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত
দ: প্রতিবেদক
খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ৯ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি
অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে উক্ত ৯ উপজেলার সম্মেলনের তারিখ
চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আগামী ১৯ নভেম্বর রূপসা, ২০ নভেম্বর
ফুলতলা, ২৩ নভেম্বর বটিয়াঘাটা, ২৪ নভেম্বর তেরখাদা, ২৫ নভেম্বর দিঘলিয়া,
২৭ নভেম্বর ডুমুরিয়া, ২৮ নভেম্বর কয়রা, ৩০ নভেম্বর পাইকগাছা ও ১
ডিসেম্বর দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা
হয়।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের
বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়
সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম কামাল
হোসেন। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা
পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বর্ধিত সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। এছাড়াও সভায় জেলা কমিটির
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।