January 22, 2025
আঞ্চলিক

জেলা আইনজীবী সমিতির সভাপতিকে সমবায় ইউনিয়নের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

গতকাল বুধবার বেলা ১২:৩০ টায় খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা সমবায় ইউনিয়নের সদস্য ও পূর্ব বানিয়াখামার জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম খুলনা জেলা আইনজীবী সমিতি’র সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনা জেলা সমবায় ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এবং ফ্রেন্ডস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এ্যাড. শেখ নাজমুল হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং রায়েরমহল মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দার, অভ্যন্তরীণ নিরীক্ষক মোঃ বাবর আলী, রূপসা-তেরখাদা নির্বাহী সদস্য কাজী জিল্লুর রহমান সিদ্দিকী, সোনাডাঙ্গা নির্বাহী সদস্য এবং মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, এ্যাড. গাজী রাজু আহমেদ, এ্যাড. শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড. সাদিক মোহাম্মদ সাদ, নবরূপা মহিলা সমবায় সমিতি লিঃ-এর নির্বাহী পরিচালক নাজমা খাতুন, তাসলিম তাবাসসুম সুন্নিয়া, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *