জেপি খুলনা মহানগর শাখা থেকে কাজী মাসুদকে বহিস্কার
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি জেপি খুলনা মহানগর শাখার এক সভা গতকাল শনিবার বিকেলে সংগঠনের মহানগর শাখার সভাপতি এম,এস, রাশিদা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কাজী মাসুদের প্রতি পূর্বের দেওয়া কারণ দর্শনোর নোটিশ ও তার এই নোটিশের জবাব পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, জেপির জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, জেলার সাধারণ সম্পাদক মোঃ মোশাররেফ হোসেন হাওলাদার, সিনিয়ার সহ-সভাপতি ড. এস,এম,জাকারিয়া, সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম খান, মহানগর সহ-সভাপতি মোঃ হায়দার আলী হাওলাদার, চৌধুরী হাবিবুর রহমান, শেখ বোরহান আহম্মেদ, সাবেক অতিঃ পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম মোল্লা, এ্যাড, নাছরিন আক্তার, হাওলাদার ওসমান গণি, ডাঃ রোজিনা আফরোজ, মোসাঃ রাবেয়া খাতুন, শিল্পি, বেগম লাভলী ইয়াছমিন, রানিমা খাতুন, আবু হাসান, আবু হোসেন, মামুন, রনি, নাঈম, মেহেদী, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, অর্থ সম্পাদক বাদল মুন্সী, সোহেল শেখ প্রমুখ।