জেতা ম্যাচে দলে থেকেই দীপক হুদার বিশ্বরেকর্ড
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতকেও হারানোর স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাদের স্বপ্ন চুরমার করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের সহজ জয়ই পেয়েছে লোকেশ রাহুলের দল।
ভারতের এই জয়ে অন্যরকম এক বিশ্বরেকর্ড হয়ে গেছে দলের স্পিনিং অলরাউন্ডার দীপক হুদার। অভিষেকের পর থেকে টানা ১৬টি ম্যাচই জিতেছেন হুদা। তিনি খেলেছেন এমন কোনো ম্যাচে হারেনি ভারত। এসময় সাতটি ওয়ানডে ও নয়টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ জিতেছে ভারত।
এতদিন ধরে অভিষেকের পর থেকে টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড ছিল রোমানিয়ার সাতভিক নাদিগোতলার দখলে। তিনি জিতেছিলেন টানা ১৫টি ম্যাচ। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে হিসেব করলে টানা ১৩ ম্যাচ জিতে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দখলে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে হুদার। এখন পর্যন্ত খেলা সাত ওয়ানডেতে তিনি করেছেন ১৪০ রান। অন্যদিকে নয় টি-টোয়েন্টির সাত ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরিসহ ১৬১ স্ট্রাইকরেটে হুদার ব্যাট থেকে এসেছে ২৭৪ রান।