March 11, 2025
জাতীয়

জেএসসিতে অকৃতকার্য কিশোরের ‘আত্মহত্যা’

দক্ষিণাঞ্চল ডেস্ক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাস না হওয়ায় পুরান ঢাকার লালবাগে এক কিশোর আত্মহত্যা করেছেন বলে তার স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। তুষার নামে ১৪ বছরের ওই কিশোরকে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

তিনি বলেন, তুষারকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তুষারের মামা জাকির হোসেন বলেন, এ বছর লালবাগের এ কে কিন্ডার গার্টেন স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল তুষার। ফেল করায় সবার অগোচরে বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, শহীদ নগর মসজিদ গলির একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় তুষারদের বাসা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *