January 23, 2025
জাতীয়লেটেস্ট

জেএসএস লারমার বান্দরবানের সভাপতিসহ ৬ জনকে গুলি করে হত্যা

 বান্দরবানে পার্বত্য এলাকার আঞ্চলিক গ্রুপের সশস্ত্র হামলায় জনসংহতি সমিতির সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপের সভাপতিসহ ছয় জন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জনসংহতি সমিতি সংস্কারপন্থি গ্রুপের বান্দরবান জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা (৬৫), সাধারণ সম্পাদক প্রজিত চাকমা (৬২), ডেভিড মারমা (৫৫), জয় ত্রিপুরা (৪০), দীপেন ত্রিপুরা (৪২), মিলন চাকমা (৬০)।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- নিরু চাকমা (৫০), বিদুৎ ত্রিপুরা (৩৮) ও শিক্ষার্থী মেমানু মারমা (২৬)। আহতদের প্রথমে বান্দরবান সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সামপ্রুই মারমা জানান, সকালে হঠাৎই বাঘমারা বাজার পাড়ার পশ্চিম দিক থেকে একটি সশস্ত্র গ্রুপ এলাকায় প্রবেশ করে সংস্কারপন্থি গ্রুপের সভাপতির বাসায় হামলা চালায়। হত্যার শিকার সবাই ওই ঘরেই অবস্থান করছিলেন। হামলার সময় কিছু সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও গুলি করে হত্যা করা হয়। তবে নিহতদের মধ্যে সভাপতি রতন তঞ্চঙ্গ্যা ও সদস্য প্রজিত চাকমা ছাড়া অন্য সদস্যদের কেউ চেনেন না বলে জানান।

সূত্রে জানা যায়, গত মার্চ মাসে রতন তঞ্চঙ্গ্যাকে সভাপতি করে বান্দরবানে ৩১ সদস্য বিশিষ্ট জনসংহতি সমিতির সংস্কারপন্থি গ্রুপের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকেই জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের সঙ্গে তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলেই আসছিল।

এদিকে ঘটনার পর বাঘমারা বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছে। আতঙ্কে স্থানীয়রা অনেকেই নিরাপদ জায়গায় চলে গেছেন, থমথমে অবস্থা বিরাজ করছে বাঘমারা ও আশপাশের এলাকায়।

এদিকে প্রশাসন বলছে হত্যাকাণ্ডের পরে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তারা তদন্ত অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, গুলিবিদ্ধ আহত তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ছয় জনের মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *