জুলাইয়ে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান। টানা তৃতীয় মেয়াদে সরকারে আসার পর এটাই হবে চীনে তার প্রথম সফর।
গত ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, জুলাই মাসে তার এই সফরের তারিখ নির্ধারণে দুই পক্ষ এখন কাজ করছে।
২০১৬ সালে শি জিনপিংয়ের সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি হয়। চীনের বহু আলোচিত ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগেও যোগ দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ। তবে সা¤প্রতিক সময়ে রোহিঙ্গা সঙ্কটে মিয়ানমারকেই সমর্থন দিয়ে গেছে চীন।