‘জীবন’ পেয়ে রোহিতের এক ঝাঁক রেকর্ড
ক্রীড়া ডেস্ক
ইনিংসের ৪.৪ ওভারে রোহিত শর্মাকে সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ক্যাচ ছেড়ে সেই সুযোগ নষ্ট করেন তামিম ইকবাল। সেই ভুলেরই মাশুল গুনতে হয়েছে বাংলাদেশকে। আর এই সুযোগে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন এই ভারতীয় ওপেনার।
বাংলাদেশের বিপক্ষে এজবাস্টনে ৯০ বলে দুর্দান্ত এক সেিের তুলে নিয়েছেন রোহিত। এটি চলতি বিশ্বকাপে রোহিতের চতুর্থ সেঞ্চুরি। ২০১৫ বিশ্বকাপে সমান সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। তবে তিনি অবশ্য করেছিলেন টানা ৪ সেঞ্চুরি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের যৌথ মালিকানা এখন এই দুজনের দখলে।
বিশ্বকাপে ভারতের হয়ে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডে দ্বিতীয় স্থানে এখন রোহিত। চলতি আসরে তার ঝুলিতে আছে এখন পর্যন্ত ৫৪৪ রান। ২০০৩ আসরে শচীন টেন্ডুলকার ৬৭৩ রান করে আছেন তালিকার শীর্ষে। এছাড়া তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানটিও শচীনের দখলে। ১৯৯৬ আসরে ৫২৩ রান আর ২০১১ আসরে ৪৮২ রান সংগ্রহ করেছিলেন ‘মাস্টার-ব্লাস্টার’।
ওয়ানডেতে ওপেনিং পজিশনে সবচেয়ে ভালো গড়ের মালিক এখন রোহিত। তার গড় প্রায় ৫৮। প্রোটিয়া ওপেনার হাশিম আমলার গড় ৫০ ছুঁইছুঁই। ৪৮.২৯ গড় নিয়ে তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। ৪৬.০৮ গড় নিয়ে চতুর্থ স্থানে ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারা।
২০১৯ সালে ওয়ানডেতে ১০০০-এর বেশি রানের মালিক এখন রোহিত শর্মা। একই ম্যাচে কোহলিও একই মাইলফলক ছুঁয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৫১৬) ছাড়িয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রোহিত (৫২১)।
এছাড়া মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন রোহিতের দখলে। ২২৮ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে ছিলেন ধোনি। সবমিলিয়ে অবশ্য রোহিতের অবস্থান চতুর্থ। তার আগে আছেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও সনাথ জয়সুরিয়া।
৩৯৮ ম্যাচে (৩৬৯ ইনিংসে) শীর্ষে থাকা আফ্রিদির ছক্কা ৩৫১টি। গেইলের ৩২৬ ছক্কা এসেছে ২৯৭ ম্যাচে (২৯০ ইনিংস)। জয়সুরিয়ার ২৭০ ছক্কার কীর্তিটি এসেছিল ৪৪৫ ম্যাচে (৪৩৩ ইনিংস)। ধোনির কীর্তিটি ছিল ৩৪৮ ম্যাচে (২৯৫ ইনিংস)। আর রোহিতের লাগলো ২১৩ ম্যাচ (২০৭ ইনিংস)।