December 24, 2024
আন্তর্জাতিক

জি৭ সম্মেলনের প্রাক্কালে বৈঠকে বসতে পুতিনকে আমন্ত্রণ ম্যাক্রোর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জি৭ সম্মেলনের আগে ১৯ আগস্ট বৈঠকে বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে বোরমেস-লেজ-মিমোসাসের কাছের একটি গ্রামে মধ্যযুগের ফোর্ড অব ব্রিগানকনে নিরিবিলি পরিবেশে পুতিনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বারমেস-লেজ-মিমোসাস জায়গাটি বেছে নেয়ার ব্যাপারে ম্যাক্রো বলেন, এই জায়গাটি সবকিছু থেকে বিচ্ছিন্ন এবং এখানে নিরিবিলি কাজ করা যায়, এখানে পুতিনের সঙ্গে তিনি বেশ কিছু সময় কাটাবেন।
দ্বিপাক্ষিক এই বৈঠকের পরে ২৪ থেকে ২৬ আগস্ট দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়াররিটজ নগরে বিশ্বের ৭টি দেশের নেতারা জি৭ বৈঠকে মিলিত হবেন।
ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠেয় জি৭ বৈঠকে সদস্য দেশ ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতারা অংশ নেবেন।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়ায় রাশিয়া এই গ্রুপ থেকে বাদ পড়ে এবং গ্রুপটি জি৮ থেকে জি৭ এ পরিণত হয়।
জুনের শেষে ম্যাক্রো রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এই দীর্ঘ বৈঠকের পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *