জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সভায় আগামী ১৯ জানুয়ারী শহীদ জিয়ার ৮৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শনের উপ আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি দুপুর ২ টায় সিদ্দিকীয়া এতিমখানায় বিকাল সাড়ে ৪টায় ট্যাংক রোড জামে মসজিদ সংলগ্ন এতিমখানায় এবং সন্ধ্যা ৬টায় ওমর ফারুক শিশু সনদ এ শীত বস্ত্র কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিএনপির রাজনীতিতে মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় আজ শুক্রবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর বিভিন্ন থানা বিএনপি কাজী সেকেন্দার আলী ডালিমের স্মরণে আলোচনা সভা ও দোয়া করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সভায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তুজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, রেহানা আক্তার, স ম আ: রহমান, শেখ ইকবাল হোসেন, শাহ্ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, ইফসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, নাজির উদ্দীন নান্নু, হাফিজুর রহমান মনি, রিয়াজুল রহমান, কাজী মাহমুদ আলী, মোঃ আলী, ইউসুফ মোলা, আরিফুর রহমান ও আবু বক্কর প্রমুখ।