November 23, 2024
আঞ্চলিক

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৮তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও সম্পাদকমন্ডলীর সভা গতকাল সোমবার বেলা ২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভা থেকে পবিত্র রমজানের মধ্যেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়। সভা থেকে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্ষোভে ক্ষেতেই ধান পুড়িয়ে দেওয়া কিংবা রাস্তায় ধান ফেলে প্রতিবাদ জানানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারি দলের অনুসারী মিল মালিক ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য হঠিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে হাজার টাকা মূল্যে ধান ক্রয়ের জন্য সভা থেকে দাবি জানানো হয়।

সভা থেকে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী-ভাতা সহ ৯ দফা দাবি পূরণ করে আসন্ন ঈদ সুষ্ঠুভাবে উদযাপনের ব্যবস্থা নিতে সরকার ও বিজেএমসির প্রতি জোর দাবি জানানো হয়।  সভা থেকে ঈদ যাত্রা নির্বিঘœ থেকে সড়ক-মহাসড়ক থেকে অবৈধ ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, প্রকৃত চালক ব্যতিত অন্য কারো হাতে যেন গাড়ি না পড়ে সে জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়।  সভা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাত বার্ষিকীতে গৃহিত ৭ দিনের কর্মসুচির প্রস্ততি ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ মে বিকেল ৩টায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বাদ আসর নগরীর পাঁচ থানায় দুঃস্থদের মাঝে তবারক বিতরণ। ২৯ মে বিকেল ৩টায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ।

৩০ মে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিকেলে নগরীর প্রতিটি ওয়ার্ডে কোরআনখানি, দোয়া এবং দুঃস্থদের মাঝে তবারক বিতরণ।

৩১ মে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিকেল ৫ টায় পাঁচ থানা এলাকায় দুঃস্থদের মাঝে তবারক বিতরণ। ১ জুন সকাল ১১টায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর স্মারক আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক অরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, শেখ শাহিনুল ইসলাম পাখী, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, জালু মিয়া, এ্যাড. গোলাম মাওলা, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, এ্যাড. মশিউর রহমান নান্নু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, আফজাল হোসেন পিয়াস, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, তরিকুল ইসলাম তরু, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, কাজী মাহমুদ আলী প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *