January 15, 2025
আঞ্চলিক

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বন্ধন’র আলোচনা সভা

 

 

 

গতকাল বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুবি অফিসারদের সংগঠন বন্ধন এর উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল নগরীর হোটেল কস্তুরী মিলনায়তনে সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এস,এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তাজা, ডাঃ গাজী আঃ হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, খুবি এনটিএর’র সভাপতি ও সাবেক ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল করীম, প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত শুভ, প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, খুবি অফিসার্স পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল, শরাফাত আলী দুলু, আবু সালেহ মোঃ পারভেজ, এস, এম মোহাম্মদ আলী, ইঞ্জিঃ মনিরুজ্জামান পলাশ, জি এম আনিসুর রহমান, মোঃ জাভেদ এলাহী, মোঃ আতিয়ার রহমান,আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, শেখ সালাউদ্দিন সুকর্ত, আশরাফুল আলম নান্নু, মুর্শিদুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, জি, এম মিনার, আব্দুর রহমান(অ:হি:), মোঃ রবিউল ইসলাম, এস,এম জাকির হোসেন, মোঃ শাকিল রহমান, মোঃ সফিকুর রহমান, মোঃ আক্তার হোসেন, মোঃ আঃ রব, মোঃ জসিম উদ্দীন, মোঃ হারুনর রশীদ, সাহারা বানু, সালেহা পারভেজ, শামীমা আক্তার,প্রমুখ।

এছাড়া বাদ যোহর বন্ধনের উদ্যোগে খুবি জামে মসজিদে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুবি জামে মসজিদের সিনিয়র পেশ ঈমাম মুফতি আঃ কুদ্দুস। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডিন প্রফেসর ড. মোঃ রকিব উদ্দিন, প্রফেসর মোঃ মাহমুদুল হাসান পলাশ, প্রফেসর ড.মোঃ নুরুন্নবী রিংকুসহ অধ্যাপক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *