December 21, 2024
খেলাধুলা

জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারালো বাংলাদেশ

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারালো স্বাগতিক বাংলাদেশ। ফলে এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো মোমিনুলের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৯৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান করেছিলো জিম্বাবুয়ে। চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
দলের পক্ষে প্রিন্স মাসভাউরি ০, কেভিন কাসুজা ১০, ডোনাল্ড ত্রিপানো ০, ব্রেন্ডন টেইলর ১৭, অধিনায়ক ক্রেইগ আরভিন ৪৩, সিকান্দার রাজা ৩৭, তিমিসেন মারুমা ৪১, রেগিস চাকাবা ১৮, আইনসলে এনডলোভু ৪, চার্লটন টিসুমা ৩ রান করে আউট হন। ভিক্টর নায়ুচি ৭ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের নাইম ৮২ রানে ৫টি ও তাইজুল ৭৮ রানে ৪টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেটে ৫৬০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করেছিলো বাংলাদেশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *