December 27, 2024
জাতীয়

জিপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা-মেয়ের

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা শান্তির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত এবং মা গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আবদুল আজিজ (৫০) ও তার তিন বছরের মেয়ে আফিফা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন।

এএসআই জানান, দুর্ঘটনাকবলিত অটোযাত্রীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে আনার পর আব্দুল আজিজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মেয়ে আফিফাকে প্রথমে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক ইছাখালীর নির্মল দাশের ছেলে কাঞ্চন দাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *