জাসদ জেলা ও মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার ত্রি-বর্ষিক সম্মেলন আজ শুক্রবার বিকাল ৩টায় খুলনা পাবলিক হল চত্ত¡র এ (শিববাড়ীর মোড়) অনুষ্ঠিত হবে। সম্মেলনে জাসদ সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাতিত্ব করবেন শেখ গোলাম মোর্তুজা, আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি এবং পরিচালনায় স, ম, রেজাউল করিম সদস্য সচিব, সম্মেলন প্রস্তুতি কমিটি।