জাসদ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার শহীদ হাদিস পার্কে বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (জাসদ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর ৭১ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখের পরিচালনায় ছাত্র সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জাসদ খুলনা জেলার সভাপতি আব্দুর রউফ গাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল হক খোকন, বাংলাদেশ জাসদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি, খুলনা মহানগর। প্রধান বক্তা হিসেবে ছিলেন মোঃ হাসান, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইউনুস আলী মোল্লা, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক সলেমান হাওলাদার, শিকদার সুমন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ ও সভাপতি নড়াইল জেলা, ছাত্রলীগ-বিসিএল; শাহরিয়ার মিলন, সদস্য কেন্দ্রীয় সংসদ ও সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ছাত্রলীগ-বিসিএল, মোখলেসুর রহমান মুকুল, সদস্য, কেন্দ্রীয় সংসদ ও সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ-বিসিএল; মোঃ সম্রাট, সহ-সভাপতি, ছাত্রলীগ-বিসিএল, খুলনা মহানগর, দপ্তর সম্পাদক অশ্বিন কুমার, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ জিসান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।