January 21, 2025
জাতীয়

জাল টাকা উদ্ধার: ক্যামেরুনের দুই নাগরিক রিমান্ডে

দক্ষিণাঞ্চল ডেস্ক

লাখ টাকার জাল নোট উদ্ধারের মামলায় ক্যামেরুনের দুই নাগরিকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-পোওকাম টিসিডজিও (৩০) এবং মোহামাদু বাহ (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন আসামিদের আদালতে হাজির করেন। জাল নোট উদ্ধারের ঘটনায় রমনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিদের পক্ষে মো. আলাউদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ২৩ জানুয়ারি মগবাজার মোড়ের ওভার ব্রিজের নিচে হোটেল তাজের সামনে লাখ টাকার জাল নোটসহ বাকাও গামারাকে গ্রেপ্তার করে করা হয়।। পরে এএসআই জয়নাল আবেদীন রমনা থানায় মামলা দায়ের করেন। বাকাও গামারাকে রিমান্ডে নেয় হয়। রিমান্ডে দেয়া তার তথ্যের ভিত্তিতে শনিবার ধানমন্ডি এলাকা থেকে পোওকাম টিসিডজিও এবং মোহামাদু বাহকে গ্রেপ্তার করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *