January 20, 2025
আন্তর্জাতিক

জার্মানিতে লকডাউন-বিরোধী বিক্ষোভ, ধরপাকড়

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জার্মানিতে জারি করা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারও মানুষ। সরকারি নির্দেশনা অমান্য করায় শনিবার বার্লিন থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

জার্মান রাজধানীতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি শনিবার লকডাউন-বিরোধী বিক্ষোভ চলছে। মূলত বামপন্থীরাই এর উদ্যোক্তা হলেও সমমনা অনেক ডানপন্থী গ্রুপও যোগ দিয়েছে এ বিক্ষোভে।

গতকাল বিক্ষোভকারীদের গন্তব্যস্থল রোজা লুক্সেমবার্গ স্কয়ার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে তারা সড়কেই জড়ো হতে শুরু করে। তাদের অনেকেই জার্মান চ্যান্সেলরকে স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বলে অভিযুক্ত করেছেন, অনেকেই ‘স্বাধীনতা’র দাবি সম্বলিত টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নেন।

করোনা মহামারি প্রতিরোধে বার্লিনে ২০ জনের বেশি জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এ আদেশ অমান্য করে বিক্ষোভ করায় শনিবার বেশ কয়েকজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

স্পেন-ইতালির মতো জার্মানিতেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, তবে মৃত্যুহার অন্যদের তুলনায় অনেক কম।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৫১৩ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। মারা গেছেন ৫ হাজার ৮৭৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ১ লাখ ৯ হাজার মানুষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *