জার্মানিতে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জার্মানির সব কয়টি রাজ্যেই ফেস মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে।
নতুন নিয়মানুযায়ী, জার্মানিজুড়ে ১৬ রাজ্যেই গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। আর বার্লিন বাদে প্রায় সব রাজ্যেই শপিংমলেও মাস্ক পরতে হবে বলে জানিয়েছে বিবিসি।
জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্য প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ তালিকায় সবশেষে যোগ দিয়েছে ব্রেমেন। শুক্রবারই এ রাজ্যের সিনেট মাস্ক পরার নিয়ম পাস করবে।
বেশির ভাগ রাজ্যই এভাবে নিয়ম পাসের পর তা চালু করবে সোমবার থেকে। তবে কী ধরনের মাস্ক পরতে হবে সে ব্যাপারে রাজ্য ভেদে ভিন্নতা আছে।
কিছু রাজ্যে গণপরিবহন এবং শপিংমলগুলোতে কাপড়ের মাস্ক পরা, আবার কিছু রাজ্যে অন্য কোনো বিকল্প না থাকলে স্কার্ফ, ব্যান্ডানা বা অন্য যে কোনো কাপড় দিয়েও নাক মুখ ঢেকে রাখতে বলা হচ্ছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত সপ্তাহে দেশজুড়ে লকডাউন কিছুটা শিথিল করার পদক্ষেপ নেওয়ায় মাস্ক পরার ওপর জোর দিয়েছেন।
উত্তরাঞ্চলীয় মেকলেনবার্গ-ওয়েস্টার্ন পমরেনিয়া রাজ্য এরই মধ্যে মাস্ক ছাড়া কেউ গণপরিবহনে উঠলে ২৫ ইউরো জরিমানা দিতে হবে বলে ঘোষণা দিয়েছে। বাকি রাজ্যগুলো এখনো এমন কোনো শাস্তির কথা ঘোষণা করেনি।
জার্মানিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের ১৯৪ জন থেকে বুধবার একলাফেই বেড়ে ২১৮ হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪৯,০০০ জনে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, জার্মানিতে করোনাভাইরাসে মারা গেছে ৫ হাজার ১১৭ জন।